তুমি-আমি, সোনার বাংলা গড়ি
কিশোর-কিশুরী থাকুক, ছন্দময় নিত্যে;
আনন্দে যাক গড়া-গড়ি ।
কৃষাণ-কৃষাণী নবান্ন উৎসবে মেতে;
ভালবাসার আকাশে উড়াক, রঙ্গীন ঘুড়ি।
ধনী-গরীব হাসুক, একসাথে;
এক প্রাণে থাকুক, জিত, হারা-হারি।
কর্মীর প্রাণ ভরুক পাওয়ার চিত্তে;
কর্মী-কর্তায় থাকবে না, আড়া-আড়ি।
ভিন্ন কর্মে, ভিন্ন ধর্মে, ভিন্ন মতে, ভিন্ন পথে
সমালোচনা পেতে;
মতে-দ্বিমতে মিলুক, উন্নয়নে দিক, হামাগুড়ি ।
তুমি-আমি, সোনার বাংলা গড়ি।