ভালবেসে সাদ মিটেনি, চোখ জুড়ায়নি দেখে
সখ পুরেনি, তোমার গাঙ্গে অল্প সাঁতার কেটে।


আবার যদি আস বন্ধু, মনে বড় আশা
দু’চোখ ভরে দেখব তোমায়, মিটিয়ে প্রাণতৃষা।


ময়ুর বাঁকা নদিতে তোমার আসতে দিও জোয়ার
প্রবল স্রোতে, পাগল হয়ে কাটব  সাঁতার আবার।


সাঁতার কাটার আগে বন্ধু খেলব জলখেলা
দূর করিব মনের সংকোচ, যত আছে জ্বালা।


ময়ুর বাঁকা নদির কাঁদায় করব মাখামাখি
কানাঘুসা করতে করিও মানা, যত আছে সখা-সখি।


কাঁটব সাঁতার, পাগল হব, করব পাগল তোমায়
কখনও স্রোতের অনুকূলে, কখনও প্রতিকুল হাওয়ায়।


ভালবেসে সাদ মিটেনি, চোখ জুড়ায়নি দেখে
সখ পুরেনি, তোমার গাঙ্গে অল্প সাঁতার কেটে।।