এসো  গো  মা,  এসো  আমার  কোলে
খোঁপা  তোমার  রাঙ্গিয়ে  দিব  স্বাধীনতার  ফুলে।
কষ্ট  যত  আছে  মা’গো,  যাওনা  এবার  ভুলে
সোনার  বাংলা  গড়বেই এবার, তোমার  দামাল  ছেলে ।
সুন্তানের  সুখই  মায়ের   সুখ,  তাইত  সবাই  বলে
মুখখানি কেন গুমরা আজও ? পারনি কি যেতে সব ভুলে?
পশুদের কাজ, পশু করেছে
বাঙ্গালী যত, সকলেই তোমায়, এখনও  ডাকে,  ‘মা’ বলে
যতদিন রবে বাংলা, চন্দ্র-সুর্য্য, তোমার সন্তান, এই ধরণী তলে
তুমি  মাগো !  রবে  তাদের  অন্তরের  অন্তরস্থলে
এসো  মাগো,  এসো  আমার  কোলে
খোঁপা   তোমার  রাঙ্গিয়ে  দেব,  স্বাধীনতার  ফুলে ।