সাম্প্রদায়িকতার নাগ-নাগিনী নিত্য করছে
ফঁনা তুলছে
মাঝে মাঝেই ছোবল মারছে
বিষ ছড়াছে রন্ধে রন্ধে।
পঁচনের নেশায় নিত্যে মাতাল
পঁচনেরই গন্ধে।
বেদের মেয়ের জোসনা তুমি কোথায়?
বীণ তোল! বাবার মত আঙ্গুল তুল বিনে
বজ্রকন্ঠে বীণ বাজাও
পালাক নাগ, পালাক নাগিনী
বাজুক বাঁশিতে প্রেমের রাগিনী।