তুমি আসোনি বলে
সকালের আকাশ হু হু করে কেঁদে উঠলো
সকাল বেলার চায়ের কাপে পিপড়ে উঠলো
শুকনো ডালে কালো কাকটাও কা কা করলো।


তুমি আসোনি বলে রংধনুর সেই সাত রং
কোথায় যেন হারিয়ে গেলো।
দক্ষিণা বাতাসের শীতল হাওয়াও
বদ্ধ ঘরে আটকে গেলো।


তুমি আসোনি বলে
রাস্তার ধারে লাল শালিকটাও
বেসুর সুরে ব্যাঙ্গ করলো।


তুমি আসোনি বলে
ভাব-কবির আজ কি যে হলো !
ছন্দগুলো সব এলোমেলো
ভাবের ঘরে অভাব হলো
মশার কামুড় না খেয়েই বুঝি
ভাব-কবির আজ ডেংগু হলো।


তুমি আসোনি বলে।।