মিষ্ট ফলে কীটের বাসা
যে কাম-এ জগত সৃষ্ট
সে কাম’ই ধর্ম নাশা ।


কাম-এ তৃপ্তি, কাম-ই সৃষ্টি
ক্ষণিকের তরে মধুর মিলন,
কাম-তেই হয় নীতি ভ্রষ্ট
চিরতরে চরিত্র ঙ্খলন ।


লাগামহীন হলে ঘোড়া
জ্ঞানী-গুনিও হন খোঁড়া ।


রীপুর তাড়ন করতে বারণ
দৃঢ় করা সংযম -সাধন ।