টিপ  টিপ  বাদল  ক্ষণে  উদাস  কেন  মন?
দক্ষিণা  বাতাসে  আনচান  হৃদয়  খুঁজে  আপন  জন ।


স্মৃতির  পাতার  কবিতায়  বিভোর  অতীত  মন্থন ।
বাদল  আছে,  তুমিও  আছ,   ভিন্ন  শুধু  ভুবন ।


দমকা  বাতাসে   এখনও  উড়ছে  বাতায়নের  পর্দা
বাদল  ভেজা  চেয়ার  দুটিও  হাহাকারে  নি:সঙ্গতা ।


সুরে  আজ  উঠেনা –ঝিরি  ঝিরি  বাদলও  দিনে ----
গুন  গুন  আজও  করে  হৃদয়,  অন্য  সুরে,  ভিন্ন  গানে ।


বাদল  আসে,  বাদল  যায়,  স্মৃতির  কবিতায়  আচ্চন্ন  হয়  মন
টিপ  টিপ  বাদল  ক্ষণে  উদাস  কেন  মন ?