শকুনের  আঁচড়  শুকায়ে  যায়নি  এখনও
ক্ষতগুলো  হতে  জন্ম  নিচ্ছে  হাজারও  কীট  এখনো ।
মার্চ  আসলেই  পাই  যন্ত্রণার  প্রতিধ্বনী
হায়নার  দল  এখনও  নাক  সুষে  বেড়াচ্ছে  পঁচা  মাংসের  খুঁজে ।
শকুনের  বাচ্চাগুলোও  থাবা  দিতে  শিখছে,  আড়ালে আবডালে ।
ফুলে  ফলে  ভরে  উঠতে  চলছে  বাগান
জয়যাত্রার  মিছিল  শুনা  যাচ্ছে।
যাত্রিরা  ছেড়োনা  হাল, যেওনা  থমকে,  করো না  কাওকে পরোয়ার
শুধু  পথ  চলাতে  হুশিয়ার ।
পেছনে  ওরাও  আছে,  প্রমাণিত  জানোয়ার  সাচ্ছা
ওরা  শকুনের  বাচ্চা।