সকালের রবি রক্ত বরণ
আমাদের মহান বিজয় যেমন !
মাতা-পিতা, ভগনি-ভ্রাতা‘র রক্তে রঞ্জিত
লাল গোলাকার বিজয় সূর্য, পূর্ব আকাশে উদিত।
হায়নার দল দাড়িয়ে রয়েছে এখনও
বসাতে চায় থাবা, একে দিতে চায় কলংক চিহ্ন
বুঝতে চায়না একবারও ।
এ সুর্য! রক্তে রাঙ্গানো সূর্য!
কুড়িয়ে পাওয়া নয়, দানও নয় কারো ।
এ যে অনন্ত ত্যাগ আর ভালবাসায়
জয় করে আনা, ভালবাসার সুর্য্য।
মায়ের সম্ভ্রম হারানোর আকাশ বিদির্ণ চিৎকার
সন্তান হারানো মায়ের হাহাকার
এ যে আগুনের গোলা, অফুরন্ত তেজ আর ঐশয্যের বাহার ।
অন্ধকারকে জলসে দেবে
অন্যায়, অপরাধকে করবে ভষ্মিত
আমাদের এই বিজয় সুর্য্য!
হবে না কখনো অস্তমিত!