কুৎসিত  বিদঘুটে  মেঘ  যখন  আকাশটা  ঢেকে  দিতে  চায়
তুমিই  পাশে  দাড়াও  মঙ্গল  প্রদীপ  নিয়ে ।
সবাই  যখন  মুখ  ফিরিয়ে  নেয়
মিষ্টি  হাস  তুমি,  দু’হাত  বাড়িয়ে ।
ভরসার  স্থানগুলো  যখন  সংকুচিত  হয়,
আপন  মুখগুলোকে  যখন  অচেনা  মনে  হয়,
তোমার  মুখখানি তখন প্রেমময় ।
আমার  কষ্টে,  দিশেহারাতে,  আর্তনাদে  তোমাকেই  পাই
তবুও  কেন  ভুলে  যাই,  পোঁছতে  আপন  ঠিকানায় ?
কোন  ছলনায়   থাকি  ভুলে ?  পাইনা  খুঁজে   আপন  আলো
কেবল   কষ্টেই   কেন   পাই   তাকে,   আমাকে   যে   বাসে   ভাল ।