আজ  তোমার  নিমন্ত্রণ
বাড়িতে  নয়,  রেস্তোরায়  নয় ।
মনের ফুলদানিতে  একগুচ্ছ  বেলী  ফুলে,
স্নীগ্ধ  ব্যাকুল  হৃদয়  কুঞ্জে ।
তুমি  আসবে  নীল  শাড়ীতে,  
কপালে  লাল  টিপ,  খোঁপায়  রক্তজবা ।
আমি  তোমার  পছন্দের  সাদা  পোষাকেই  থাকব,
কালোর  কোন  চিহ্ন  রাখব  না ।
সকল  কষ্ট,  না  পাওয়ার  দলকে  বনবাস  দিব,  কামের  ছুটি ।
তোমার  আগমনে  পূর্ণিমার  চাঁদেকেও  নিমন্ত্রণ  জানিয়েছি,  দক্ষিণা  বাতাসও  আসবে ।
ঝিঝি  পোকাগুলোও  বায়না  ধরছে,  আসবে  বলে,  না  করিনি ।
আঁখি  জানাবে,  আঁখিকে  সম্ভাসন,  হৃদয়  করবে,  হৃদয়কে  বরণ,  হৃদয় দিয়ে।
আজ  তোমার  নিমন্ত্রণ ।