আমি শুনেছি তুমি নাকি
মেঘেদের গায়ে মাখো?
বাতাসের সাথে ভেসে-
পাখিদের কাছে ডাকো.


আমি শুনেছি তুমি নাকি
কথা বল নিজের সাথে!
ভালোবেসে,কাছে বসে
গান গাও দিনে-রাতে।


আমি শুনেছি তুমি নাকি
দুপুরে একাকী ছাতে
উদাসী রোদের গায়ে
চিন্তা সাজাও নিরালাতে।


আমি শুনেছি তুমি নাকি
বৃষ্টি রং ভালোবাসো?
রামধনুর চোখে চোখ রেখে
কখনও কাঁদো,কখনও হাসো।


আমি শুনেছি তোমার সেই
টিয়া টিয়া টিয়া বলা,
মায়ের আঁচল ছেড়ে,
গুটি গুটি পায়ে চলা.


আমি শুনেছি তুমি নাকি
আজও চড়ো স্মৃতির ভেলা,
মনের দেওয়ালে লেখো-
"হারানো সে ছেলে-বেলা."