কিরে তুই কেমন আছিস,আমায় এভাবে ছেড়ে?
আমার কথা সকাল সাঁঝে কখনও কি মনে পড়ে?
জানিস এখনো,আমার ঘরে বিকেলে মেঘ করে-
হাওয়ার সাথে ধুলো ওড়ে, অঝোরে বৃষ্টি পড়ে!
জানিস তখন কী মনে হয়? ভাবনার এই দেয়াল-
নানান রঙে রাঙিয়ে তোলে মনের হাজার খেয়াল।
হয়ত তুই আমার কাছে, আমার চোখে তাকিয়ে
আমার চুলের ভেজা গন্ধ নিজের ঠোঁটে মাখিয়ে-
আদর করে কাছে ডেকে আমার হাত ধরিস;
আমার বুকে মাথা গুঁজে কেন অমন করিস?
মেঘ যখন ঘনিয়ে আসে, উষ্ণ ঠোটের ছোঁয়ায়
আমার মনের দ্বন্দ্ব গুলো হয়তো সেই সময়
চোখের পাতার কাজল হয়ে বারবার ফিরে আসে,
তোর আদর ঘুরতে থাকে আমার আশে পাশে;
বিকেলের এই দমকা হাওয়ায় মন কেমন করে?
মনের কোণে হঠাৎ যখন জ্যোৎস্না এসে পড়ে-
তখন কী তুই একলা ছাদের আঁধারে দাঁড়িয়ে থাকিস
নাকি, এই আমারই মতো গুমরে গুমরে কাঁদিস?