এ নিশ্বাসে বিশ্বাস নেই!
                 কখন কোথায় যায় উড়ে,
যদি কভু ফিরে আসে
            তখন দেহ শ্মশানে আগুনে পুড়ে।


এ প্রাণের কোন নীড় নেই
                যেখানে সেখানে বাসা বাঁধে,
আর তার কোন দায় নেই
                  পুরনোকে কেন ডেকে সাধে!
তবে দুঃক্ষ করি কেন হায়
             এ বাঁসা যেতে পারে ঝড়ে ছিঁড়ে॥
এ নিশ্বাসে বিশ্বাস নেই,
               কখন কোথায় যায় উড়ে!!


এ হৃদয়ের দয়া তো নেই!
                    কভু থাকে নাতো চিরকাল,
এ সাধনার ধ্যান কই
                   সে জীবনে বাঁধে দিয়ে আল।
সে তো আর রবে না কভু
                    তরে যদি রাখি সোনায় মুড়ে॥
এ নিশ্বাসে বিশ্বাস নেই,
                     কখন কোথায় যায় উড়ে!!!


এ দৃশ্যে দোষ কি বলো!
                              অনন্ত কাল রবে তাই,
এ পরান টা পালায় যখন
                        সাধের তনু টাতো হবে ছাই।
ক'দিন শুধু যাত্রাপালা
                        অভিনয়ে মাতি ভুবন জুড়ে॥
এ নিশ্বাসে বিশ্বাস নেই,
                        কখন কোথায় যায় উড়ে!!!!


আনেক আধো ফোঁটা ফুল
                        ঝরেছে পাপড়ি অপূর্ণতায়,
দেখেছি অনেক ব্যাধি গ্রস্ত ফুল
                         প্রভুর শ্রীচরণে শোভা পায়।
কেন কিছু ফুল বিকশিত না হয়
                        চলে যায় চিরতরে পর পারে॥
তাই এ নিশ্বাসে বিশ্বাস নেই
                         কখন কোথায় যায় উড়ে!!!!!
                          ----------  রঞ্জন গিরি।