পয়সা অচল রাখতে সচল
                          ভাবছে টেঁকশাল !
শুনেছি এক পয়সার নোট ছাপিয়ে
                       ফেরাবে দেশের হাল।


বড্ড ভারি খুচরো পয়সা
                        ঘুষ নেওয়া খুব কষ্ট,
তাই নেতা মন্ত্রী চুপ থেকে
                     ওদের স্থান করেনা পষ্ট।


দিনে দিনে খুচরো পয়সায়
                ফুলছে ছোট ব্যবসায়ীর থলি,
যদি খুচরো না নেয় ওরা
                শুনছে ক্রেতার অশ্রাব্য গালি।


ছোট ব্যবসায়ী ভীষণ খুশী
                           খুচরো পয়সার ফলে!
আড়তদার হাত তুলে দেয়
                   দেখলে খুচরো পয়সার থলে।


বড় ব্যবসায়ীর চিন্তা কি!
                   নেট ব্যাংকে করছে লেনা দেনা,
খুচরো ব্যবসায়ী খুচরো পয়সায়
                        রাখছে ভেবে কাঁচা সোনা !


ক্রমে ক্রমে বাড়ছে সোনা
                  বাড়ছে খুচরোর থলির ওজন,
জমিয়ে সোনা  ভূখায় থাকে
                  ওদের পেটে ছুঁচো করে কীর্তন।


ব্যাংক বাবু খুচরো দেবে
                   কিন্ত ব্যাংক না জমা নেবে,
ভেলভেলিয়ে দেখবে সব্বাই
                   এর না কোন প্রতিবাদ হবে।


পয়সা গুনে রিজার্ভ কর্তা
                    ঢাকতে নিজেদের ব্যার্থতা,
আর সব ব্যাংক কর্তার
                 ওদের নেই কোন মাথা ব্যথা।


খুচরো চাপে মরছে গরীব
                       ধনী খাচ্ছে খাবার নেটে,
খাদ্য,ঔষধ কেনায় বাধা
                       গরীব খাচ্ছে পাতা বেটে।


ভিখারিরা সব ভূখায় মরে
                       এতো খুচরো করবেটা কি!
পাঁচ টাকার নোট চাইলে ভিক্ষা
                         দাতা করে ছিঃ!ছিঃ!ছিঃ!


মন্ত্রী মশাই ভাবলেন কিছু
                                এই গরীবদের খবর?
এই ভাবে চললে থাকলে
                             শুনবেন হচ্ছে জন কবর।
                         -----------    রঞ্জন গিরি।