অধঃ মতি হলে গতি
অধম তাঁর মান,
অকাজ আর কু-কাজে
অচিরে যায় প্রান।
অকূলে ভাসে দুকূল
অনিন্দ্য সময়,
অঘ বলে অধর জ্বলে
অশনি ঘাত হয়।
অসুখ কাড়ে সুখ সদা
অবনী যায় নড়ে,
অবাঞ্ছিত তাই বঞ্চিত
অনঘ হৃদয় পুড়ে।
অভীষ্ট হয় নষ্ট তাঁর
অনাদির শাঁপে,
অচিন্ত্য থাকে বিভ্রান্ত
অঝোর নয়ন কাঁপে।
            ------ রঞ্জন গিরি!