নিঃস্ব লোকে ভস্ম করে ছলে
নেতা ভিক্ষায় হয় রাজা,
কাঁদিয়ে গরীব ধনী হাসে
বলে "আহা ! লাগে ভারি মজা।"


দুর্যোগ হলে সুজোগ খোঁজে
মন্ত্রী, নেতা সবাই,
ত্রানের অর্থে প্রান জুড়িয়ে
আর্তে করে জবাই।
দুর্গত হলে স্বর্গগত
তখন হয় ওরা রাজা !
হাঁপ ছেড়ে বলে শান্তি পেলাম
এখন "আহা ! লাগে ভারি মজা। "


আতু সেজে ভীতু লোক গুলো
ভিলেনের দ্বারে শুয়ে,
পোড়া রুটিতে লেজ নেড়ে সে
পদতলে পড়ে নুয়ে।
চামড়া ধরে কামড় দিয়ে
সাধুর রক্ত ঝরায় তাজা !
ভেক দেখিয়ে জল ঝরায় চোখে
অন্তরে বলে "আহা ! লাগে ভারি মজা।"


ধান্দা বাজ বান্দা বানাতে আজ
ফন্দি আঁকে ভিন্ন,
সরল লোকে গরল খাইয়ে সদা
শান্তি করে ছিন্ন।
জিভ কেটে বোকায় শিব বানায়
নেংটা করে দেয় পূজা!
কৌতুক হাসি হেসে ওরা
মনে বলে "আহা ! লাগে ভারি মজা। "
                 --------- রঞ্জন গিরি।