আজ যারে খেতে দিচ্ছ
কাল যেন সে না কাড়ে ভাত,
আজ যারে কোলে নিচ্ছ
কাল যেন সে না মারে লাথ।
আজ যারে বলছ ভাই
কাল তোমার হবে দাদা,
আজ তাঁরে সোহাগ দিচ্ছ
কাল যেন না ছিটায় কাদা।
আজ যারে বাঁধছ প্রেমে
কাল যেন সে না দেয় ফাঁকি,
আজ যারে বিশ্বাস করলে
কাল বিষাদ না আনে ডাকি।
আজ যারে ডাক ধর্ম্ম বাবা
কাল যেন তোমায় না করে চুরি,
আজ যারে বিনম্র শ্রদ্ধা দিলে,
কাল যেন সে না মারে ছুরি।
আজ যারে তুমি শিষ্য ভাব
কাল যেন তোমায় গুরু মানে।
আজ যাকে জ্ঞানের সব দিলে
কাল চিটিং না করে দাবার দানে।
আজ যাকে নিয়ে হল্লা কর
কাল যেন সে না দুঃক্ষ আনে,
আজ দেখ যাঁর রঙ্গিন স্বপন
কাল যেন না সে ফানুস ব'নে।
আজ যে তোমায় ভক্তি করে
কাল যেন সে কলঙ্ক না দেয়,
আজ যে তোমায় বলে ঠাকুর
কাল যেন সে কুকুরে না দেয়।
আজ যার কথা ভাবছ এতো
কাল যেন না সে কভু ভোলে,
আজ যার জন্য হলে ছোটো
কাল সে অকৃতজ্ঞ হয় তুমি ম,লে।
              ----------- রঞ্জন গিরি।