একটি মানুষ দুটি মন,
এক আত্ম ভোলা,এক বিচক্ষণ।
দুটি মনের ভিন্ন পথ,
কোনটা দুরন্ত কোনটা শ্লথ।
ভেবে চিন্তে কোনটার পদ চারণ,
কোনটার দুঃখ কষ্টে ভয়ের কারণ।
বিষন্ন বদন এক মন,
একটা সুখ খোঁজে সারাক্ষণ।
কুচিন্তায় কোনটা ঘুরপাক খায়,
কোনটা আপসোস করে ক্ষতির মায়ায়।
একটা মানত করে পূজায় বসে,
একটা নৈবিদ্য শুঁকে লম্বা শ্বাসে।
বাটপারি করে একটা খুশী,
একটা দান দিয়ে হয় পূর্ণ শশী।
দোদুল মন নয় কখনো মতিভ্রম,
একটা অলস পাজী শয়তানীর যম।
একটা কর্মঠ হয় তার ফাঁকি কম,
তার বিবেক বেশি বাঁচায় সম্ভ্রম!
                   -------- রঞ্জন গিরি।