আমার ক্লাব মস্ত বড়ো,
ইনিংস খেলি ভীষণ ঝড়ো।
প্রতিপক্ষে মেরে তুড়ি,
একাই মাঠে খেলা করি।
ছুটে বেড়াই ফাঁকা মাঠে,
গোল দেই একাই ছুটে।
রেফারি মশাই দারুন খেলায়,
প্রতিপক্ষ ভয়ে পালায়।
দেড় ঘণ্টায় দেড়শো গোল,
হাততালি দেই বাজাই ঢোল।
গোল দেখিয়ে গরব করি,
আমারা কেবল জিততে পারি।
আবির উড়িয়ে লাফাই নেচে,
দর্শকদের কে ফেলি প্যাঁচে।
যখন প্রতিপক্ষ মাঠে নেই,
তখন হুক্কাহুয়া বলে সবাই।
ওঁরা মাঠে আসতে ভয় করে,
দেই যদি আবার লেং মেরে।
লজ্জা এতে নয়তো কিছু,
লাভের জন্য ছুটি পিছু।
যে আসবে আমার ক্লাবে,
নির্বিঘ্নে খেলতে পাবে।
পরান যাবে তাঁর অকালে,
ভুল করো না মন্দ বলে।
লড়াই কর ক্লাবের হয়ে,
ইন্সুরেন্স ও যাবে পেয়ে।
ক্লাবটি আমার ভীষণ মহান,
দুষ্কৃতিকারীকে করে দান।
ক্লাবের নাম ভজলে পরে ,
শান্তি আসবে জীবন ভরে।
             --------  রঞ্জন  গিরি।
w