মা তোর রঙ্গ দেখলে
অঙ্গ জ্বলে যায়,
পতি যদি পরম গুরু
তবে রাখিস কেন পায়।
একই অঙ্গে রূপ সঙ্গে
দেখালি রূপ কতো,
বাবা ভোলা আত্ম ভোলা
আছে সে তাঁর মতো।
কখন তুই দক্ষিণা কালী
কখনো হলি মা তারা!
মা ষোড়শী কখনো তুই
কখনো মহা বিদ্যায় হারা।
বগলামুখী হলি কখনো
কখনো তুই ধুমাবতী,
ছিন্নমস্তা হলি মা কখন
না বুঝি তোর গতি।
কেউ ডাকে মা ভৈরবী
ঘোচাতে আঁধার কালো,
ভুবনেশ্বরী ডাকে কেউ মা
ভুবন ভরাতে আলো।
তোর অত শত রূপ না বুঝি
বুঝি শুধু মোর মা কালী!
তুই জীব কুলের মালীকানী মা
আমি তোর বাগানের মালীর মালী।
               -----------  রঞ্জন গিরি।