আমিত্বে ভুবন তপ্ত!
সব কিছু চায় কুক্ষিগত,
সুন্দরে করিতে রপ্ত,
তাই হিংসায় হয় লিপ্ত।
মানুষ আমিত্বে মত্ত!
আমিতে দেখায় আনুগত্য,
এ ভীষণ সত্য!
যতই খাঁড়া করুক তত্ব;
আমিই আমিতে বিভক্ত,
আমিত্ব হয় ব্রাত্য।
আমির স্বামীত্ব,প্রভুত্ব
সব আসক্তই বিষাক্ত!
তিন পোয়া মাটি সত্ব,
ওই দেয় আশ্বস্ত,
সামান্য মাটি বিশ্বস্ত!
------- রঞ্জন গি