দেখি চারিদিক মনুষ্যত্ব লিকপিক,
যত টুকু আছে তাও ধিকধিক।
হেলিয়া পড়ে অক্ষ,
আঁখি আছে দেখি,কেনই বা রুখী,
বসিয়া চোখাচোখি;
মোরা যে অনক্ষ!


গাল ভরা বুলি,তবু মেনে চলি
প্রবঞ্চনায় করে কোলাকুলি;
মিলে যায় দুটি বক্ষ,
রঙ্গিন স্বপ্ন আঁকা,মিথ্যা তাতে ঢাকা
উদর করে খাঁ খাঁ।
বসিয়া নিরীক্ষণ করে,ওই ধন যক্ষ।
মোরা যে অনক্ষ!


অন্ন,বস্ত্র,বাসস্থান যা বাঁচায় মানুষের প্রাণ,
নর রূপী পিশাচ তা করে খান খান।
আপন স্বার্থ তাদের লক্ষ্য,
খাদ্য,বস্ত্র করে চুরি,বাসস্থান নেয় কাড়ি,
করে রাজনীতির বাড়াবাড়ি,
সাধু সাজতে মিথ্যুকে দেওয়ায় সাক্ষ্য।
মোরা যে অনক্ষ!


সততার চাদর ঢেকে,দুষ্কর্ম আড়ালে রেখে
জপে ইস্ট ট্যারা চোখে
লাভ করতে মোক্ষ,
কামনার আগুন জ্বেলে,লালসার লালা ফেলে
যুবতীর যৌবন নিয়ে খেলে,
করতালি দিয়ে বলে ললাম লালক্ষ!
মোরা যে অনক্ষ!
                   --------  রঞ্জন  গিরি