আনন্দ ঠিক গাড়ির চাকা,
উপর ও নিচে যায় দেখা।
মাটিতে কখন চিপকে যায়,
উপরে কখন থাকে ফাঁকায়।
আনন্দ আর নিরানন্দ,
দুজনেরই থাকে দ্বন্দ্ব।
বিকাশের এটাই ধারা,
থমকে যাওয়াই পাগলপারা।
আনন্দ যখন অন্তঃপুরে আসে,
আবেগ নিয়েতো সবাই ভাসে।
দুঃখ এলে বিষন্ন সবাই ,
সুখ দুঃখ প্রতিদ্বন্দী ভাই।
এক ছাদের তলায় বাস করে ওরা
অস্তিত্ব মেলে ওরা সংসার সারা।
ঝটিকার মতো আসে আর যায়,
কেউ স্বস্তি বহে কেউ ডাকে আয়লায়।
আনন্দকে জোর করে যায় না ধরা,
আপনা হতে সে আসে নয় পরম্পরা।
                      -------- রঞ্জন গিরি।