বাগড়া দিয়ে ঝগড়া করে
              দেহের অঙ্গ গুলি,
কে বড় আর কে ছোট
             তারা করে চুলা চুলি।


গরব হয়ে সরব আঁখি
       বলে সবার কাছে ,
সে নাকি সেরা জীবের নিকট
         যত অঙ্গ আছে।


ভালো,মন্দ যা কিছু দেখে
           তারই কারণে,
আঁখি বিনা সব কিছু নাকি
            আঁধার ত্রিভুবনে।


বাহু বলে "ওহে আঁখি
             না কর এত গর্ব "
বাহু না থাকলে সব কিছু
              গর্ব নাকি খর্ব ।


ধন -সম্পদ যা কিছু
              বাহু করে উপার্জন,
বাহু বিনা ভুখা পেটে
                প্রাণ যাবে বিসর্জন।


হেঁসে লুটিয়ে বদন বলে
              সে নাকি প্রাণদাতা,
তার বিহনে উদর খালি
                আধার আসার হোতা।


নাসা বলে খাসা আমি
                তোরা ঝগড়া করিস মিছে,
শ্বাস -প্রশ্বাস আমি বিনা
                  উপায় কিছু আছে?


চরণ বলে আমায় তোরা
                শ্রেষ্ঠ বরণ কর,
আধার খুঁজবি কেমন করে
                   কোথায় দিয়ে ভর?


কলহ তোরা করিস মিছে
                  হৃদয় বলল শান্ত স্বরে,
তোরা সবাই বড় স্বীকার করি
                  আমি যদি যাই মরে।
                     ----------    রঞ্জন গিরি।