মাটি শক্ত? কেন বিরক্ত?
জল দিয়েছ? আলগা হবে!
হাল্কা জল, ভালো ফল
বেশী জলে ফটকে যাবে!


কষ্ট ভীষন? করবে মোচন?
দিচ্ছ ভাষন? হবেই বৃথা!
প্রেমের বচন তবেই মোচন
সেযে কর্মফলে জীবন গাঁথা!


কার জন্য? কেনই বা বিষন্ন?
মনে বিষাদ? কিছু চিন্তা করে!
হৃদয় হন্তা, তাঁর কর চিন্তা?
তব নিশা নিদ্রা যাবে উড়ে!


অসন্তোষ? কার কি দোষ?
পরে মুখোশ? নেই ক্ষতি!
চেহারা নকল পাবে ধকল
ঘটবে কক্ষপথে বিচ্যুতি!
            ------- রঞ্জন গিরি।