তোমরা রক্ত হোলি খেলছো সব্বাই ,
নিরীহ মানুষে করছো জবাই!
তুমি ভেবেছ কি ওরা কারা?
তোমার মাটি মায়ের আর এক ভাই!


তোমায় মতি দিয়েছে বসুমতী,
তাঁর কোলে থেকে ছড়াতে প্রীতি!
তাঁরে করছো কেন এতো অপমান?
সেই মায়ের সঙ্গে এমন বেইজ্যোতী!


তুমি জন্মে ছিলে হেথা কি নিয়ে ?
তোমায় পুড়বে কি আর মোহর দিয়ে?
তবে কেন তুমি আজ পদের লোভে
এতো ঈর্ষা আর হিংসা আছো লয়ে?


নওতো তুমি কোন বন্য পশু,
নওতো তুমি পাগলা দাসু!
তবে কেন এই খুনের আনন্দে
আজ হচ্ছো এমন রক্ত পিপাসু।


মানুষ রক্তের ওই আঁশটে গন্ধে,
হিংসা জাগায় তোমার রন্ধ্রে রন্ধ্রে!
ফারাক কি জানোয়ার আর তোমার
মানুষে পড়ল আজ সেই ধন্দে।
              -------- রঞ্জন গিরি।