বাদ সাধে বদমাশের দল
বাধা দেয় ভালো কাজে,
বাঁধন হারা নোংরা নিয়ে
বান্ধব নিজে নিজেই সাজে।


বাঁদর নাচ নাচায় রে ভাই
বাদাবনের ওই মাঠে,
বালা পরায় গলায় মুখে
বাঁদী বলে রটায় হাটে।


বাঁসায় এনে তালিম দেয়
বাঁশের শক্ত কঞ্চি দিয়ে,
বাদুড় ছাল ছড়ে দেহের
ব্যাকড়া লম্বা দাঁ নিয়ে।


বাল কেটে হাল করে শেষ
বালি চোখে ছিঁটে ফেলে,
বাকি সব কিছু আঁধারে ঘটে
বাকপটুর ঘাঁটা কথা গিলে।


বাটিতে শেষে ভিখ মিলে কিছু
বাকরোধ ফেউ বাক্যের ভয়ে,
বালিশ ভেজে চোখের জলে
বায়ু সেবন করি শুয়ে শুয়ে।
               -------- রঞ্জন গিরি।