বাটপাড়িতে ধনে বড়,
সুখ হীনে অসুখ গাঢ়।

পরের ক্ষতি বিদ্যুৎজ্যোতি,
চোখ ঝলসে অধোগতি।

চুরি করা চোখের সুখ,
ভূত কাড়ে ভাতের মুখ।

মিথ্যা হয় ক্ষণিক আলো,
ফুঁ-লিঙ্কে নিজেই জ্বলো।
          ------- রঞ্জন গিরি।