মাতৃ প্রেম
        পাগলপারা,
শিশুর হাতে
          দিলে ধরা।
শৈশব প্রেম
     নারকেল মালা,
কৈশোর প্রেম
           খেলাধুলা।
অষ্টাদশীর
          খেলে নয়ন,
যুবকের হয়
           হৃদয় হরণ।
যৌবনে প্রেম
             নারী সঙ্গ,
বাধা দানে
            রণে ভঙ্গ।
বার্ধক্যে চায়
             বারাণসী,
চামড়া কুঁকড়ে
           যায় কাশী।
নামাবলি
       গলায় ঝোলে,
পাপ মোচনে
             কৃষ্ণ বলে।
নিমতলা চায়
           শেষ কালে,
শান্তি নাকি
         মাটির তলে।
কুপথে হেঁটে
          জীবন সারা
সমাপ্তি ঘটায়
     ডেকে "মা তারা,"
         ---- রঞ্জন গিরি।