রাঁধছ একা, খাচ্ছ একা
ঘর কি তোমার খালি?
কারা তোমার ঘরের ভিতর
তবে, দিচ্ছে গালাগালি?


বধির তুমি তাই বোধ শূন্য
আওয়াজ পাচ্ছ না!
কূবাক্যের ভান্ডার খালি করে
ভাষায় হলো দেনা।


মালিক সাজতে বেল্লিক হলে
পিতায় রেখে বেঁধে,
তুমি পূজা পেতে মালা গেঁথে
ফুল রাখলে নিজের পায়ে।


তুমি গগনচুম্বী অট্টালিকায়
নিজে সুখ নিদ্রায় মগ্ন,
কভু দেখেছো কি ভূমি তলে
আজ কারা এতো নগ্ন?


নিজের শিক্ষা নিজের কাছে
ফিরবে বুমেরাং হয়ে,
সাদ্দামের মতো গহ্বর থেকে
তোমায় ইঁদুরে যাবে লয়ে!
           -------- রঞ্জন গিরি।