কিনছি খাসি চারশো আশি
ভাগাড় করছে দান,
ভূতের রাজা লুটছে মজা
ওড়ায় পচা ঘ্রান।


বসে ঠাটে বেচছে হাটে
মরা কুকুর গুলো ,
খাচ্ছে মানুষ হয়ে বেহুস
বলছে দারুন ভালো।


চোখে জল শকুনের দল
ভাগাড় দেখে খালি,
মানুষ দাদা হারামজাদা
শকুন দেয় গালি।


শত শত আজ ভাগাড় যত
আছে শহরের বুকে,
কাক শকুনে মারছে প্রানে
ভূখে তারা থেকে।
           -------- রঞ্জন গিরি।