ভক্তি রাখো বিনয়ী হবে,
মনের জোর বেড়ে যাবে।
যদি বিনয়ী হও জয়ী হবে,
ক্রোধ করোনা পুড়ে যাবে,
শান্ত থাকো স্বস্তি পাবে,
কলহে মান ক্ষয়ে যাবে।
ন্যায় ভাবনায় সুখ ভীষণ,
অন্যায়ে বিবেক দংশন।
সত্য বললে সাথী পাবে,
মিথ্যার আশ্রয় মুখ লুকাবে।
সাবধান হও খল থেকে,
হঠাৎ বিপদ আনবে ডেকে।
চটুল লোকের নিদ্রা কম,
ভয়ে জাগে যদি আসে যম।
সৎ ভাবনার ঘটাও আগমন,
বিজ্ঞাপনের নেই প্রয়োজন।
হৃদয়টা সদাই শুদ্ধ রেখো,
বিবেক দিয়ে বিচার শেখো।
শ্রদ্ধা, ভালোবাসা যদি আছে,
ভালো থাকবে সবার কাছে।
জ্ঞানধারী বলে করোনা পর,
ভালো মন্দযে তোমার উপর।
             ------ রঞ্জন গিরি।