জন্মে জোয়ার শেষ হয়েছে,
ভাঁটার টানে চলছে জীবন,
শুকিয়ে যাবে আর কদিন পরে
বন্ধ হবে হৃদ স্পন্দন।
তখন মান অভিমান সব যাবে
চড়ায় বসবে জীবন তরী,
ক্ষয়ে যাবে এক এক করে
জীবন তরীর বাবলা গুড়ি।
হায় হায় করবে সবাই তখন
কেউ কাঁদবে চোখের জলে,
ওই তরীটা নাকি দামী ছিল
হা হুতাশ করে সবাই মিলে।
বলেবে নিপুণ আর নির্ভরযোগ্য
পরলোকে তরী যাওয়ার পর,
ঘাটে বাঁধা আছে শুধাইনি কেউ
খোঁজ নেয়নি কেউ কোথায় ঘর!
লেপ্টে গিয়েছে মাটির সহিত
ঢুকেছে যত নোংরা কাদা বালি,
পাস্ কাটিয়ে গিয়েছে সবাই
দেখে পালিয়েছে অবজ্ঞায় ফেলি।
                  -------- রঞ্জন গিরি।