ভিক্ষায় চলছে সারা জগৎ
ভিক্ষুকের নাইকো শেষ,
শিক্ষা চায় চাকরি ভিক্ষা
ছাত্রের ভিক্ষা না পড়ে গ্রেস।


উকিল চায় ঝগড়া ভিক্ষা
হাকিম নিরপেক্ষ হতে চায়
ক্ষমা ভিক্ষা চায় অপরাধী
সাধুর ভিক্ষা শুধু ন্যায়।


ধনী চায় দৌলত ভিক্ষা
গরীব সদা চায় মান,
ফকির চায় ঘুমে স্বপ্ন ভিক্ষা
জেলে ভিক্ষা চায় বান।


ডাক্তার চায় রোগ ভিক্ষা
মৃত্যু ভিক্ষা চায় ডোম,
আরোগ্য ভিক্ষায় রুগী লোক
ঈশ্বরের নিকট জ্বালে মোম।


মাস্তান চায় সদা ঘৃনা ভিক্ষা
নেতার ভিক্ষা দামী পদ,
গালমন্দের ভিক্ষায় মাতাল
রাস্তায় বসে খায় মদ।


কৃপন করে তফিল ভিক্ষা
যাতে অর্থ না হয় খোয়াতে,
বিছানা ভিক্ষা চায় অলস
ঘুমের বিঘ্ন না হয় শোয়াতে।


মিথ্যুক ভিক্ষা চায়যে সদা
না করুক মানুষ বিশ্বাস,
প্রবঞ্চকের ভিক্ষা ঠক বলুক
যত দিন থাকে নিঃশ্বাস।


বিপদ ভিক্ষা চায় পুরোহিত
যাতে পুজোর সংখ্যা বাড়ে,
সদা বখাটে ভিক্ষা চায় ওঝা
ঝাড় ফুঁকের প্রসারের তরে।
              -------- রঞ্জন গিরি।