ভূত তাড়াতে মুতে রাজা
নারকেলের খোলে,
সে মূত্র ছড়ায় নিজ গায়ে
সদা রাম নাম বলে।
হাজার ভূতে রাজার মাথা
বিগড়ে হয় পাগল,
নিজের বর্জ্যে নিজে গর্জে
নিজে বনে ছাগল।
স্ব-মুর্তি কত কীর্তি করে
ভর্তি তাঁর অন্তরে,
শয়ন কালে নয়ন বুজলে
ঘিরে ধরে তাঁরে।
যখন ছিল সক্ষম খুন যক্ষম
করে ছিল রাহাজানি,
গাল ঝুলেছে বাল পেকেছে
রাজার হালে নেই আর পানি।
ভুলের ভূত করে খুঁত খুঁত
তাই ধর্মের বাণী মুখে,
ভূত ভুলে সে কান মূলে
এখন থাকতে চায় সুখে।
জীবন দাঁড়ি যাবেতো পড়ি
তাই যমের পায়ে ধরে,
দুটো দিন মাগে থাকতে জেগে
ঘা শুকাতে অন্তরে।
গলাতে পরে গড়গড়ে মালা
ঈশ্বর ভজনায় মত্ত,
এক মনে পাপ সাফ করে সে
অন্য মনে পাপে রপ্ত।
ভূতের ভয়ে কাত হয়ে রাজা
কত না করে কান্ড,
নিজের ছায়ায় নিজে ভয় পেয়ে
নিজে নিজে ফাটায় কুকর্মের ভাণ্ড।
               ------- রঞ্জন গিরি।