দু' টাকায় দুমড়ে দিল
দামী এই জীবন,
কর্ম হীনের বর্ম পরিয়ে
সাজালো বামন।


দৈন্যতা বাড়লো দীনের
দুইয়ের পন্য পেয়ে,
দুইয়ের জন্য মন প্রসন্ন
থাকে আলস্যে শুয়ে।


বিছানার ঘরে স্বপ্ন ঘোরে
চায়না ঢের বেশি,
চালের হাঁড়ি করলে আড়ি
আপন হয় নিশি।


পুকুরের মাছ নারকেল গাছ
তখন হয় বন্ধু বড়ো,
চুরি চামারি করে গুণ্ডা গিরি
জেলে হয় সব জড়ো।


দুই-এর জন্য তো সবাই ধন্য
থাকে পতাকার তলে,
জিন্দাবাদআর মুর্দাবাদ বলে
সব পা মিলায় মিছিলে।


ভূখ মেটাতে ভিক্ষা দিয়ে
সমাজ গড়তে চায়,
ভুখায় দাঁড়াতে ভূমি পরে
না দিল কেউ সায়।
          -------- রঞ্জন গিরি।