বিলাসিতা ঈর্ষা বাড়ায়
আত্মা জ্বলে বিষে,
দাম্পত্য ভরায় কলহে
পড়শি দেখে হাসে।


ক্ষণিক সুখ দুঃখী করায়
বিলাসিতার জন্য,
অভাব মোদের তাড়া করে
কাড়ে পেটের অন্ন।


বিলাসিতা অলঅন্নস বানায়
সম্পদ করে শেষ,
মানী সাজাতে ঋণী করায়
কৃপণ আছে বেশ।


অপরকে করতে ঘৃণা
বিলাসিতা শেখায়,
অহংকারে আদালতে যায়
জমিজমা বেচায়।


বেশ ভুষার বিলাসিতা
করে চরিত্র হীন,
কলঙ্কের কালি না মুছে
বরং বাড়ে দিন দিন।


প্যালেস প্রাসাদ অট্টালিকা
বিলাসিতার বড় স্থান,
আভিজাত্য বোঝার রাখতে
অর্থের তফিল হয় ম্লান।


বিলাসিতার ডাল ভাত খাই
হোটেল পাঁচ তারায়,
এক ফোঁড়াতে ধন কুবের
স্বর্গ লোকে যায়।
            -------- রঞ্জন গিরি।