অর্থ অহং তোর থাকনা যত
এক ফোঁড়া-তে তুই শেষ,
ডাক্তার বৈদ্য বেটে খেলেও
ঘুরবে না তোর সে বেশ।


কাঁসর ঘন্টা বাজিয়ে যত
ধারনা পড়িস মন্দিরে,
ওই ছোট্ট ফোঁড়া-র ফাঁড়ায়
তোর প্রাচুর্য্য যাবে ফেঁড়ে।


শুনি তোর সাথে পাঙ্গা নিতে
পারবে না আর  কেউ!
তোর এক ফোঁড়া কেটে গাড়া
ছিঁড়ে খাবে পাগলা ফেউ।


তুই হেন করেঙ্গা তেন করেঙ্গা
সব করেঙ্গা তোর ফাঁকা,
ওই কোটি টাকার সম্পদ খানা
বিষ ফোঁড়ায় পড়বে ঢাকা।


ফন্দি ফিকির মানুষ ফাঁকির
তোর সব ফাঁকির দিন শেষ,
ফোঁড়ার ওই পুঁজ-এর সহিত
অহং-এর থাকবেনা লেশ।
             --------- রঞ্জন গিরি।