যত বসন্ত আসবে জীবনে মোর
থেকো তুমি প্রিয় মোর সাথে,
চৈতালী চাঁদের জোৎস্না সম
সোহাগ মাখিয়ে রেখো তাতে।


(আজ)উতলা প্রকৃতি সরসতা হীন
অতৃপ্ত যেন তাঁর বাসনা,
তুমিও কি প্রিয় ছাড়িয়া যাবে "চলে
ভাঙিয়া নিরহের বাসনা।
আপনার হয়ে প্রিয় থাক চিরকাল
সাথী থেকো মোর ঘাত প্রতিঘাতে।
চৈতালী চাঁদের..................


যত আসবে শ্রাবণ ঝরবে বৃষ্টি,
অতীত গুলো হবে পুনঃ সৃষ্টি।
আমি বাতায়নে বসে রইব চেয়ে
আসবে তুমি কখন চুপিসারে,
বর্ষা মুখর সেই দিন গুলি আবার
ফিরে ফিরে আসুক মনে বারে বারে।
তোমার আমার প্রেম যেন আবার
নতুন করে শুরু হবে নব প্রভাতে।
চৈতালী চাঁদের................
                      ---------- রঞ্জন গিরি।