ও পাড়ার 'রকি'-র মা
           ফুলায় মুখ কেঁদে,
এক মাত্র ছেলে তাঁর
         পড়তে বসায় বেঁধে।


পাঠে নাকি মন নাই তাঁর
            খেলার ভীষণ নেশা,
সারা দিনটি খেলার নেশায়
              মন্দিরের মাঠে বাঁসা।


দু চারটি উটকো ছোঁড়া
               পাশে পাশে থাকে,
সুযোগ পেলে ইশারায়
               মাঠের দিকে ডাকে।


ছেলেটি নাকি বোকার হদ্দ
                 'রকি'র মা ই বলে,
পড়তে বসে ঝিমুনি আসে
                 ঘুমিয়ে পড়ে ঢুলে।


ধমকে বলি 'রকি' র মায়ে
                   না বকিও সন্তানে,
সব ছেলেরই মেধা আছে
                   বোঝাও সাবধানে।


এতো শাসন করিও না
                কমাও বই-এর  ভার,
করতে দাও যেটা সে চায়
            তবেই আলস্য হবে পার।


ভালোবসা দিও তাঁরে
               শাসন কর আল্লাদে,
তবে তোমার খোকা বাবু
              আশায় না বাধ সাধে।


কোন কাজতো ছোট নয়
                   সবই শিক্ষার অঙ্গ,
সুশিক্ষায় শিক্ষিত হবে সে
               পেলে তোমাদের সঙ্গ।


ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার
            ঘুঁটে কুড়ানীর ঘিলু সমান,
পরিবেশ গুনে বিকশিত কেউ
             কারোর সুপ্ততে যায় প্রাণ।


চাপ দিওনা চাপ নিওনা
               মেজাজ রাখো ফুরফুরে,
তোমার সন্তান বড় হবে
              তোমার উপর নির্ভর করে।
                 --------- রঞ্জন গিরি।