------- রঞ্জন গিরি
চপ্পলের কপাল বড্ড ভালো
মস্তকে পায় স্থান,
পিছল নয় তবু পীড়ায় ভুগে পা
মস্তক ধারি হয় ম্লান।
কাসুন্দি ঘেঁটে চৌদ্দ পুরুষের
পিন্ডি ছাড়িয়ে খায়,
কেঁউ মেঁউ করে চপলের দল
নিজের চপ্পল পরের মাথায়।
হাঁড়ির খবরে মাড়ি ভাঙ্গে
নাড়ি নক্ষত্র চিনে,
সাদা লোক তাঁর ধান্দায় পড়ে
বুড়ো হেলে কিনে।
চপ্পলের ন্যায় চপল লোকের
চড়া দাম এই বাজারে,
চমৎকারী চমকে যায় আজ
মরা দাম আহারে বিহারে।
              --------- রঞ্জন গিরি।