দুর্জন মোরা স্বজন সেজে
                   শ্রষ্টায় মারি ছোরা,
রক্তে প্লাবন বইয়ে দিয়ে
                   বিপ্লব বলি মোরা।


অন্ন দাতায় পুরে যাতায়
                 বের করি হাড় পিষে,
দুর্ভিক্ষ রচি আন্দোলনে
              দুখী ভিক্ষা চায় শেষে।


ভীতি দিয়ে স্মৃতি কেড়ে
                     মহৎ মোরা সাজি,
সন্মুখে মোদের বাবু বলে
                   পেছনে শুনি পাজি।


দিয়ে দোহায় দুঃখীর ছুতায়
                       মোরা উদর ভরি,
বিড়াল হয়ে মাছের শুঁকোর
                   ভাগ দিতে কি পারি?


শক্তি দিয়ে ভক্তি কুড়াই
                   মোরা বলি শান্তি চাই!
মোদের দিনে শত্রু দুস্কৃতিকারী
                        রাতে প্রাণের ভাই।


সংঘ দেখলে ভঙ্গ করতে
                      ফন্দি মোরা আঁটি,
ভাইয়ে ভাইয়ে বিভেদ ঘটিয়ে
                       বেচাই থালা বাটি।


বংশ সমেত ধংস করি   
                কেউ সুখে করলে বাস,
আমরা যে হই অবিনশ্বর
             ওরা এক বর্ষ জিবী ঘাস।


সাধ্য নেই তবু বাধ্য করাই
            মোদের দিতে পাটির চাঁদা,
অনাদায়ে আমরা ওঁদের
                        চরিত্রে দেই কাদা।


মোরা লগ্ন দেখে নগ্ন করিয়ে
                     দানে পরাই গামছা,
মহান সাজিয়ে জিন্দাবাদ বলে
                  মোদের পোষা চামচা।


পাঙ্গা নিতে দাঙ্গা লাগাই
                   ভুখায় ছুঁড়ে দেই রুটি,
মোরা ছদ্মবেশী রাঘব বোয়াল
                         নয়তো চুনোপুঁটি!
                     ------- রঞ্জন গিরি।