বড় বড় ফাঁসের ছেঁক জালি
নিখুঁত বুনলে হুজুর!
তরলের সহিত গরল পালায়
তরলকে বানালে অসুর?


তরল মন যে বড়ই সরল
তাক বোঝেনা সে!
ফুটো পেলে সে গলে পড়ে
গরলের সহিত মিশে।


অমৃত তরল গরলও তরল
সব চলে যায় গলে,
অমৃতকে আগুনে পুড়িয়ে
গরলকে খাওয়ালে। 


ছ্যাঁক জালের ফাঁস শক্ত খুব
তাতে গরলের কি!
ছাড় তারে তুমি ফাঁকতালিতে
পাপে দিয়ে ঢাকি?
           --------- রঞ্জন গিরি ।