উড়ছে টাকা পুড়ছে মানুষ
দেখছে বসে জুয়া,
ভাতের ফ্যান পাত চেটে
খাচ্ছে বসে জায়া।


হরবোল আর করতালি
দিয়ে ভীষন খুশি,
আঁতে নেকড়া রাতে বেঁধে
ভুখা থেকে সুখী।


হারছে ক্রিকেট ভাঙ্গছে টিভি
গালি খাচ্ছে শিশু,
ঝরছে জল বলছে কেঁদে
একি করলে যীশু?


বাগড়া দিয়ে ঝগড়া ঝাঁটি
করছে মাথা গরম,
মড়া কান্নায় ছা'র পড়াশুনা
নরম হয় চরম।


কোটিপতি সব কোটি দিয়ে
কোটির জুয়া খেলে,
খেলার দৃশ্য দেখে বিশ্ব গরীব
ধনে মরে হেলে।
               --------- রঞ্জন গিরি।