কষ্ট করে ইষ্ট ভজে
              নেইতো লাভ কিছু,
দাদা ভজ কাদা মেখে
              শ্রী'টা থাকবে পিছু।


লক্ষ ব্যয়ে লক্ষী পূজে
              ভূখে থাকে সন্তান,
দাদার তুষ্টে যায় কষ্ট
              দুখের হয় অবশান।


শুধু মোটা লাঠি সোটা
               দাদা ধরাবে হাতে,
নোংরা কর্ম দাদার ধর্ম
               নিত্য গভীর রাতে।


ধান্দার নিন্দা না সহে
            গায়ে তাঁর বড় লাগে,
মুখ খুললে সুখ কেড়ে
        মেরে পিটে আনে বাগে।


ইষ্ট দেবতা আর নষ্ট দাদা
          কোনটা বল বেশি দামী?
মিথ্যা দিয়ে মচ্ছব ভালো
         না দীন দুঃখী সত্য স্বামী?
                   -------- রঞ্জন গিরি।