ধর্ম্ম মানে নয় জাতি ভেদ,
ধর্ম্ম মানে নয় কোরান,বেদ।
ধর্ম্ম মানে নয় মন্দির মসজিদ,
ধর্ম্ম হয় আত্মা আত্মীয়ের হৃদ।
ধর্ম্ম মানে বিবেক মনুষ্যত্ব,
ধর্ম্ম মানে নয় কিছু তত্ব।
ধর্ম্ম মানে নয় হানাহানি,
ধর্ম্ম সবে বুকে লবে টানি।
ধর্ম্ম সার্বজনীন ফুল বাগান,
ধর্ম্ম সেথায় মালায় পায় স্থান।
ধর্ম্ম মানে নয় দাঁড়ি কিংবা জটা,
ধর্ম্ম মানে নয় বিশাল চিটে ফোঁটা।
ধর্ম্ম মানে সৎ চিন্তায় সৎ কর্ম,
ধর্ম্ম মানে সৎ মানুষের রক্ষা বর্ম।
ধর্ম্ম মানে সঠিক শিক্ষার বিচার,
ধর্ম্ম মানে প্রকৃত নিষ্ঠা আচার।
ধর্ম্ম মানে নয় সামান্য কিছু দান,
ধর্ম্ম হয় প্রেম সাগরে করলে স্নান।
ধর্ম্ম মানে লোক ঠকানো নয়,
ধর্ম্ম সব জীবের হৃদয় করে জয়।
ধর্ম্ম বাঁচায় সব সজ্জনের মান,
ধর্ম্ম কারুর না লয় কভু প্রাণ।
ধর্ম্ম মানব জাতির মহান মন্ত্র,
ধর্ম্ম হলো মনুষ্যের হৃদয় তন্ত্র।
                   কর্মই ধর্ম্ম,
                    হীন কর্ম অধর্ম।
             --------  রঞ্জন গিরি।