লাল চোখে,
শাসায় লোকে
বলে "আমায় চিনিস না তুই?
                  আমি ঈশ্বর
                   নয় নশ্বর!
রাজনীতির ছাতার তলায় রই;
দীনের আশা
লুটের বাতাসা!
মোরা কাড়াকাড়ি করে খাই!"


শেখায় সবক
দিয়ে ধমক,
ওদিক এদিক হলে-
             কাটে গলা
              সত্য বলা,
নানান রকম ছলে-
দেয় কড়কে
যায় ভড়কে
মানুষ পিষে যাতা কলে!!


উপর নরম
ভেতর গরম,
ওরা দেখায় সাদাসিধা!
             আঁধার খোঁজে
                  গুপ্ত কাজে,
লুকিয়ে ছেঁচে কাঁচা আদা!
রাঁধে ঝোল
পালটে ভোল
প্রতিবাদে,মুখে ছিটায় কাদা!!!


মেরে আঁত
জাগায় রাত,
ডাকায় লোকে হুক্কাহুয়া!
                   ফন্দি আঁটা
                      টুঁটি কাটা,
সবটা নাকি হাতের মোয়া।
কাজের শেষে
দমকা হেঁসে,
সাধু বেশে
অবশেষে,গঙ্গা জলে ধোয়া!!!!
                 ---------  রঞ্জন গিরি।