রিক্ত উদর সিক্ত নয়ন
             মুক্ত আকাশ তলে-
রিঝ কোমল দ্বিজ শিশু
             ঘুমায় ব্রজ কোলে!


রিক্তহস্ত তাঁর বিরক্ত করে
                ধনাশক্ত ধনী জনে,
রিষ্টি ভেবে ধনী যুষ্টি খোঁজে
               তাড়ায় বলিষ্ট মনে।


রিপু বলে তারে পি-পুর দল
               পাশ ফিরে ধনী শুয়ে,
রিষের বিষ আহুতি আগুনে
          সিটিয়ে রাখে তাঁরে ভয়ে।
                   -------- রঞ্জন গিরি।