ফাঁসুড়ে নাটা ফাঁস টেনে
ফাঁসি দিল পশুত্বের,
ফাঁস আটকে ফাঁসুড়ে নাটা
ফান্দে পড়ে দাসত্বে।


ফাকতালীতে ফাঁকায় ফুঁস
ফানুস কথা যত,
ফাটকা আয়ে ফাঁসুড়ে ফেঁসে
ফারখতে হয় রত।


ফানা হয়ে গেল চেনা মুখ
ফালতু কাজের জন্য,
ফার-ফোর হলো ধনঞ্জয়
ফাঁসুড়েও পাপে বিপন্ন।


ফাকতা উড়ালো ফাঁকের লোক
ফাঁকা হলো কথা বলা,
ফাঁসি হয়ে সব কিছু বাসি হলো
ফাটল ধনঞ্জয়ের ললা।
          -------- রঞ্জন গিরি।